Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়ন পরিষদের কার্যাবলি"-

 

১।পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষন ও রক্ষনাবেক্ষন।

২।কর,ফি, টোল, ফিস ইত্যাদি আদায়করণ।

৩।পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজীয় কার্যক্রম সম্পাদন।

৪।খেলাধুলা, সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রম প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান।

৫।পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহণ।

৬।জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।

৭।সরকারি স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।

৮।বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।

৯।অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।

১০।বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সাহায্য করা।

১১।ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য

       ব্যবস্থা গ্রহণ।

১২।কৃষি, মৎস্য ও পশুসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উনড়বয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

১৩।স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।

১৪।আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

১৫।প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।